02
Nov
নাজলী হোসেন। ‘উদ্দীপ্ত বাংলাদেশের অভিযাত্রী’
নিজ নিজ ক্ষেত্রে উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন যে সকল প্রতিভাবান ব্যক্তিত্ব – বাংলাদেশের এ সকল অভিযাত্রীদের সেই অর্জন ও সম্মাননাগুলোকে সকলের মাঝে তুলে ধরতে দ্য ডেইলি স্টার এবং শাহ্ সিমেন্ট এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘উদ্দীপ্ত বাংলাদেশের অভিযাত্রী’। আজ কথা বলছেন নাজলী হোসেন বাংলাদেশী হিসেবে – ভারতীয় পত্রিকা ‘উইমেন অন্ট্রাপ্রেনিউর ইন্ডিয়া’ থেকে এশিয়ার শীর্ষ ১০ নারী স্থপতির তালিকায় স্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করার উদ্দীপ্ত অভিযাত্রী।
পোষ্টটি দেখা যাবে নিচের লিংকে
https://www.facebook.com/watch/?v=1969390623408846&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&mibextid=t0sfgC&ref=sharing