02
Nov

উদীয়মান নারীদের জন্য বিটিআই-এর নতুন প্ল্যাটফর্ম ‘স্টেলার উইমেন’

দুর্বার গতিতে এগিয়ে চলা বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় পুরুষের পাশাপাশি অসামান্য অবদান রাখছেন নারীরাও। নারী-পুরুষনির্বিশেষে সবার অক্লান্ত পরিশ্রম বাংলাদেশকে যেমন আর্থসামাজিকভাবে গতিশীল করেছে, তেমনি নারীদের অংশগ্রহণের ফলে জেন্ডার সমতার অনন্য স্বাক্ষর রেখে চলেছে, যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়িয়েছে। এর মধ্যে কিছু নারী আছেন, যাঁরা অনেকটা নিঃশব্দে কাজ করে যাচ্ছেন। তাঁরা শুধু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একটি ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে। তাঁদের প্রতিভা এবং সমাজ গঠনমূলক কাজকে স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে বিটিআই-এর নতুন প্ল্যাটফর্ম ‘স্টেলার উইমেন’।
বিস্তারিত প্রথম আলোর লিংক|
https://www.prothomalo.com/lifestyle/9art4lm70v?fbclid=IwAR1CDypf8xMoDImb8fGU99OX5b8Hliv-PEoSVOYMnbhvpxJ17r4B-zkUM8o